ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝালকাঠিতে চাহিদা মিটিয়ে ৩২০ মেট্রিক টন মাছ উদ্বৃত্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
ঝালকাঠিতে চাহিদা মিটিয়ে ৩২০ মেট্রিক টন মাছ উদ্বৃত্ত ঝালকাঠির মানচিত্র

ঝালকাঠি : ঝালকাঠি জেলায় চাহিদা মিটিয়ে এ বছর ৩২০ মেট্রিক টন মাছ উদ্বৃত্ত রয়েছে। পাশাপাশি পরিসংখ্যান অনুযায়ী অন্য সময়ের থেকে এবছর সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ মাছের সংখ্যাও বেড়েছে।

মৎস্য সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে জেলা মৎস্য বিভাগের কার্যালয়ের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা মৎস্য কর্মকর্তা প্রতীষ কুমার মল্লিক।
এসময় জানানো হয়, জেলায় বছরে মাছের চাহিদা ১২ হাজার ৫২৫ মেট্রিকটন।

এ বছর উৎপাদন হয়েছে ১২ হাজার ৮৪৫ মেট্রিকটন। ফলে এ বছর মাছের উদ্বৃত্ত রয়েছে ৩২০ মেট্রিকটন। পাশাপাশি সামপ্রতিক সময় প্লাবন ভূমিতে মাছ চাষ হয়েছে ১০ হাজার ৮৭০ মেট্রিকটন।
জেলা মৎস্য বিভাগের আয়োজনে এ  প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মৎস্য বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. আনিছুর রহমান তালুকদার ও খামার ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন। বাংলাদেশ সময় : ০৭৪৫ ঘণ্টা, জুলাই  ২১, ২০১৭
এমএস/এসই/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।