ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে হুন্ডির টাকাসহ পাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
বেনাপোলে হুন্ডির টাকাসহ পাচারকারী আটক

বেনাপোল(যশোর): বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময়ে হুন্ডির চার লাখ টাকাসহ ফিরোজ মাহামুদ নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধায় পুটখালী মসজিদ বাড়ি এলাকা থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।

আটক ফিরোজ মাহামুদ পুটখালী উত্তর পাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে।

পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার কমান্ডার আবুল হোসেন বাংলানিউজকে জানান, হুন্ডির টাকা পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী মজিদ বাড়ি এলাকার পোষ্টে ওই যুবকের মটরসাইকেলের গতি রোধ করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে হুন্ডির চার লাখ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি তার সঙ্গে থাকা মটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত টাকা বেনাপোল কাস্টমস হাউজে জমা করাসহ আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।
 
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।