ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরগুনায় শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গণধোলাই

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
বরগুনায় শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গণধোলাই

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির দুই স্কুলছাত্রীকে শ্লীলতাহানি করায় মো. বাবুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে পাথরঘাটা পৌর শহরের কেন্দ্রীয় কালিমন্দির সংলগ্ন একটি দোকানে এ ঘটনা ঘটে। বাবুল উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা গ্রামের জালাল শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, বাবুল দীর্ঘদিন ধরে দুই স্কুলছাত্রীকে শ্লীলতাহানি করছিলেন। এ কারণে তিনি কয়েকবার ধরাও পড়েছেন। বিকেলে আবারো ওই দুই স্কুলছাত্রীকে শ্লীলতাহানি করার সময় স্থানীয়রা তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বাংলানিউজকে জানান, বাবুল শেখের বিরুদ্ধে দুই স্কুলছাত্রীর অভিভাবক বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
টিএ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।