ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাগেশ্বরীতে বিস্কুট ফ্যাক্টরিকে জ‌রিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
নাগেশ্বরীতে বিস্কুট ফ্যাক্টরিকে জ‌রিমানা

কু‌ড়িগ্রাম: পণ্যের গুণগতমান নিশ্চিত ও সরকারি মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সিএম লাইসেন্স বিহীন পণ্য উৎপাদন করায় ‘মেসার্স কুমিল্লা বেকারি’ নামে এক বিস্কুট ফ্যাক্টরিকে ৭ হাজার টাকা জ‌রিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

প্রশাসনের উদ্যোগে বৃহস্প‌তিবার (২০ জুলাই) দুপুর থে‌কে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হায়াত মো. রহমতুল্লাহ এ অভিযান পরিচালনা করেন।

তিনি বাংলানিউজকে বলেন, পণ্যের গুণগতমান যাচাই ব্যতীত ও বিএসটিআই’র সিএম লাইসেন্স ছাড়াই ওই বেকারিতে পাউরুটি, বিস্কুট ও ‌কেক পণ্য উ‍ৎপাদন করে তা বিক্রয় করায় বেকারি মালিককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে ‘বিএসটিআই’ রংপুর অফিসের কর্মকর্তা মো. ‌দেলোয়ার হোসেন ও নাগেশ্বরী থানা পুলিশ সঙ্গে ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।