ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোবিন্দগঞ্জে ১৩২ মাদক ব্যবসায়ীর পেশা ত্যাগের শপথ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
গোবিন্দগঞ্জে ১৩২ মাদক ব্যবসায়ীর পেশা ত্যাগের শপথ গোবিন্দগঞ্জে ১৩২ মাদক ব্যবসায়ীর পেশা ত্যাগের শপথ

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদক ব্যবসা ছেড়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন নারীসহ ১৩২ জন মাদক ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে উপজেলা কমপ্লেক্সের সামনে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আয়োজিত কমিউনিটি পুলিশিংয়ের এক সমাবেশে তারা এ শপথ করেন।

সমাবেশে গাইবান্ধা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন- রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমেদ, পৌর মেয়র আতাউর রহমান সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
এনটি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।