ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিপদসীমার উপর দিয়ে বইছে মুহুরী নদীর পানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
বিপদসীমার উপর দিয়ে বইছে মুহুরী নদীর পানি মুহুরী নদী/ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীতে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মুহুরী নদীর পানি। এতে জেলার ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কোহিনুর ইসলাম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২০ জুলাই) সাড়ে ৭টা নাগাদ নদীর পানি বিপদসীমার ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাহিত হচ্ছিলো। বৃষ্টি অব্যাহত থাকলে পানি বাড়তে থাকবে।

ফুলগাজী ও পরশুরামের বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

পরিস্থিতি দেখার জন্য নদীর ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন তিনি।
 
বেড়িবাঁধের আশপাশে অবস্থানকারী সব জনগণকে সতর্ক অবস্থানে থাকার জন্য নির্দেশ দিয়ে বাঁধের কোনো জায়গায় ক্ষয়-ক্ষতির আশঙ্কা দেখা দিলে দ্রুত ফেনী পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।

এদিকে পরশুরামের সুবার বাজারের উত্তর পাশে সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে বন্যার পানিতে মনিপুরসহ কয়েক গ্রাম প্লাবিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা ২০ জুলাই ২০১৭
এসএইচডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।