ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সিলেটে সড়ক দুর্ঘটনায় শিক্ষা কর্মকর্তাসহ নিহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
সিলেটে সড়ক দুর্ঘটনায় শিক্ষা কর্মকর্তাসহ নিহত ২ দুর্ঘটনাস্থল-ছবি-বাংলানিউজ

সিলেট: সিলেটে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিক্ষা কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও ৩ যাত্রী।

বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি চানপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ‍

নিহতেরা হলেন-সিলেটের গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা চিন্তা হরণ দাশ ও ছাতকের বাসিন্দা কলেজ ছাত্র রুহুল আমিন দুলন (২২)।

 

সিলেট মহানগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, সিলেট থেকে বিশ্বনাথগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে যায় এবং অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষে ঘটনাস্থলে শিক্ষা কর্মকর্তাসহ ২ জন নিহত হন।  

হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।  

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
এনইউ/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।