ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শত্রুতার জের ২০ মণ মাছের ওপর!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
শত্রুতার জের ২০ মণ মাছের ওপর! শত্রুতার জের ২০ মন মাছের ওপর!

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে শত্রুতার জের ধরে পুকুরে বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির ২০ মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার চিথলিয়া ইউনিয়নের মজলিশপুর গ্রামের আমিরুল ইসলামের পুকুরে এ ঘটনা ঘটে।

আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে পুকুরে এসে দেখেন সব মাছ মরে গিয়ে পানিতে ভেসে আছে।

বিষের প্রভাবে বিভিন্ন প্রজাতির ২০ মণ মাছ মারা গেছে। পুকুরে যে বিষ প্রয়োগ করা হয়েছে সেই বিষের বোতল ও একটি হাত মোজা পুকুর পাড়ে পাওয়া গেছে।

চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তল বাংলানিউজকে জানান, কেউ শত্রুতা করে পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে পুকুরের মালিক আমিরুলের ব্য‍াপক ক্ষতি হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ধরনের কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ‍জুলাই ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।