ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে অবৈধ দখলমুক্ত অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
ময়মনসিংহে অবৈধ দখলমুক্ত অভিযান ময়মনসিংহে অবৈধ দখলমুক্ত অভিযান

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীতে ১৮তম দিনেও পরিচালিত হয়েছে ফুটপাত ও রাস্তা অবৈধ দখলমুক্ত অভিযান।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর থেকে বিকেল অবধি এ অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল বিন করিম।

জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃক পরিচালিত এ অভিযানে নগরীর বাউন্ডারি রোড, বাতিরকল মোড়, সানকিপাড়া রোড ও জয়নুল আবেদীন পার্ক সংলগ্ন এলাকা রাস্তার পাশের বিভিন্ন অবৈধ দখল সরানো হয়।

অভিযানে নির্মাণ সামগ্রী, ছোট ছোট দোকানপাট, দোকানপাটের পণ্য ও আসবাবপত্র সরানো ও জব্দ করা হয়। অভিযানে ১০টি দোকান ও ৬টি নির্মাণাধীন বাড়ির মালিককে অবৈধ দখলের জন্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ ও দণ্ডবিধি ১৮৬০ অনুসারে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।