ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এবার ধামরাইয়ে মারা পড়লো ৪৪ গোখরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
এবার ধামরাইয়ে মারা পড়লো ৪৪ গোখরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধামরাই (ঢাকা): এবার ধামরাইয়ে গত দু’দিনে ৪৪ গোখরা সাপকে পিটিয়ে মারা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) বিকেল থেকে বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল পর্যন্ত সাপগুলোকে পিটিয়ে মারা হয়।

জানা গেছে, বুধবার বিকেলে ধামরাইয়ের ভালুম গ্রামের রবিউল করিমের বসত ঘরের একটি গর্তের মুখে সাপের খোলস দেখতে পান তিনি।

পরে এলাকাবাসীর সহযোগিতায় ঘরের মাটি খুঁড়ে গর্ত থেকে বের করে ২৯টি গোখরা সাপ মারা হয়। এক একটি গোখরা দেড় থেকে দুই ফুট লম্বা।

এছাড়া কালামপুর গ্রামের সাংবাদিক মোকলেছুর রহমানের বাড়ির পাশ থেকে ১৪টি ও ধামরাই উপজেলা পরিষদ ভবনের সমাজসেবা অফিস কক্ষ থেকে একটি বড় গোখরা পিটিয়ে মারা হয়।     

ধামরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান বাংলানিউজকে জানান, বাড়িতে সাপ আসার আশঙ্কা থাকলে কার্বলিক এসিড রাখতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
টিএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।