ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

যানজট কমলেও ধীরগতি বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
যানজট কমলেও ধীরগতি বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ধীরগতি। ছবি: স্বপন চন্দ্র দাস

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানজট কিছুটা কমে এলেও ধীরগতিতে চলছে যানবাহন।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলের দিকে যানজটের তীব্রতা থাকলেও সন্ধ্যা ৬টার পর থেকে জট অনেকটাই কমে এসেছে।

এর আগে দুপুরের পর থেকে ৩০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দেয়।

এতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম-হাটিকুমরুল মহাসড়ক ছাড়াও হাটিকুমরুল গোলচত্বর-পাবনা, বগুড়া ও রাজশাহী সড়কেও যানজটের দীর্ঘলাইন দেখা যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আমিনুল ইসলাম সন্ধ্যায় বাংলানিউজকে বলেন, সারাদিনই যানজট ছিল। ৬টার পর থেকে যানজট কিছুটা কমে এলেও যানবাহনগুলোর গতি বাড়ানো সম্ভব হচ্ছে না।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম মিয়া বাংলানিউজকে বলেন, হাটিকুমরুল গোলচত্বর  ও নলকা সেতুর উপর রাস্তায় খানা-খন্দকের কারণে গত কয়েকদিন ধরেই থেমে থেমে যানজট হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই যানবাহনগুলো দীর্ঘ লাইনে ধীরগতিতে চলাচল করলেও দুপুরের পর থেকে তীব্র যানজট দেখা দেয়। সন্ধ্যার পর থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থেকে স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করলেও নলকা ব্রিজ এলাকায় এখনো ধীরগতি রয়েছে।    

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।