ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যৌতুকের মামলায় বিচারকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
যৌতুকের মামলায় বিচারকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

যশোর: যৌতুক ও প্রতরণার অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় সাতক্ষীরার কালীগঞ্জ সহকারী জজ আদালতের বিচারক হারুন অর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে যশোরের কেশবপুর আমলী আদালতের বিচারক শাহিনুর রহমান এ পরোয়ানা জারি করেন।

বিচারক হারুন খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামের বাসিন্দা।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট রোকনুজ্জামান বাংলানিউজকে জানান, হারুন তার স্ত্রী জবা খাতুনকে বাবার বাড়ি থেকে যৌতুক আনার জন্য চাপ দিতেন বলে মামলা এজহারে উল্লেখ আছে। গত গত ১৯ ফেব্রুয়ারি যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা জবা তার বিচারক স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেন।  

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
আরআর
    
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।