ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নির্বাচন কমিশনের নতুন সচিব হেলালুদ্দীন আহমদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
নির্বাচন কমিশনের নতুন সচিব হেলালুদ্দীন আহমদ ফাইল ফটো

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মুহাম্মদ আবদুল্লাহকে সরিয়ে দিয়েছে সরকার। নির্বাচন কমিশন সচিবের ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ।

নির্বাচন কমিশন সচিব মুহাম্মদ আবদুল্লাহকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করে বৃহস্পতিবার (২০ জুলাই) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রলণালয়।
 
পৃথক আদেশে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা হেলালুদ্দীনকে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বদলির বিষয়ে নির্বাচন কমিশনার ও সচিবালয়ের এখতিয়ার নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে আবদুল্লাহকে অন্যত্র সরিয়ে দেওয়া হলো।  

এছাড়া প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ (অতিরিক্ত সচিব) ড. নমিতা হালদারকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
 
জনপ্রশামন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জননিরাপত্তা বিভাগে সংযুক্ত মো. আবদুল হান্নানকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭/আপডেট: ১৯১১ ঘণ্টা
এমআইএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।