ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
বরিশালে পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক ডিবি পুলিশের হাতে আটক ৩ মাদক ব্যবসায়ী

বরিশাল: বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক কর‍া হয়েছে।

বুধবার (১৯ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এর মধ্যে বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহম্মেদ এয়ারপোর্ট থানাধীন সাতমাইল এলাকায় অভিযান চালিয়ে শাহারুল ফকির (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ২৫০ পিস ইয়াবাসহ আটক করা করে।

শাহারুল পটুয়াখালীর গলাচিপা থানাধীন গোলখালি এলাকার ইউনিয়নের আমির হোসেন ফকিরের ছেলে।
এদিকে, বুধবার (১৯ জুলাই) রাতে কাউনিয়া থানাধীন ০২ নম্বর ওয়ার্ডের পানির ট্যাংক কোয়ার্টার নামে এক কোয়ার্টারে অভিযান চালিয়ে রাজিব হোসেন সাগর ওরফে ট্যাংকি সাগরকে (২৯) ১২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
রাজিব ঝালকাঠি জেলা সদরের পোনাবালিয়া ইউনিয়নের চাঁনপুরা এলাকার মুনসুর আলী হাওলাদারের ছেলে।
অপরদিকে, বুধবার (১৯ জুলাই) রাতে ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) হেলালুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালি মডেল থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা রোডে অভিযান চাল‍ায়। এ সময় মো. রিয়াজ খাঁন (৩০) নামে আরো এক মাদক ব্যবসায়ীকে ১২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
রিয়াজ ওই এলাকার মৃত আ. মজিদ খানের ছেলে।

পৃথক এ তিনটি অভিযানে আটক ওই তিন জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) ডিবি পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে এ সব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।