ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাদেশ-ভিয়েতনাম এফওসি ৭ আগস্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
বাংলাদেশ-ভিয়েতনাম এফওসি ৭ আগস্ট

বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে প্রথমবারের মতো পররাষ্ট্র সচিব পর্যায়ে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক ৭ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও ভিয়েতনামের ভাইস মিনিস্টার বৈঠকে নিজ নিজ দেশের নেতৃত্ব দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উইং এর কর্মকর্তা বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে বাংলানিউজকে এতথ্য জানান।

বৈঠকে দুই দেশের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশ ও ভিয়েতনাম দুই দেশের পারস্পরিক স্বার্থে সব ধরনের বাণিজ্য বাধা দূর করে আসন্ন বৈঠকে দ্বিপক্ষীয় বার্ষিক বাণিজ্য বাড়ানো কৌশল প্রণয়ন করা হবে।

বর্তমানে দুই দেশের মধ্যকার বাণিজ্যের পরিমাণ হাজার মিলিয়ন মার্কিন ডলারেরও কম।  
যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক অনুষ্ঠান, বাজার সম্পর্কিত তথ্য এবং সংস্কৃতি বিষয়ক পর্যটন বিনিময়, আন্তঃদেশীয় অপরাধ ও অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে এক সঙ্গে কাজ করতে দুই দেশ আলোচনা করবে।

বাংলাদেশ আসিয়ান অর্থনৈতিক করিডোরের সঙ্গে যুক্ত হতে গভীরভাবে আগ্রহী। এ ক্ষেত্রে ভিয়েতনামের সমর্থন চাইবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
কেজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।