ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝালকাঠিতে বিভিন্ন দাবিতে মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
 ঝালকাঠিতে বিভিন্ন দাবিতে মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

ঝালকাঠি: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও বাৎসরিক প্রবৃদ্ধি ৫শতাংশ দেয়া সহ ৮ দফা দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাদ্রসা শিক্ষকরা।

বৃহস্পতিবার (জুলাই ২০) দুপুরে ঝালকাঠি পুরাতন স্টেডিয়ামের সামনের সড়কে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন ঝালকাঠি জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

জেলা শাখার সভাপতি শাহ মাহমুদ কবির এর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আ.ছালাম খান, সাংগঠনিক সম্পাদক মীর মো. এনামুল হক, রাজাপুর উপজেলা সভাপতি মো. হারুন উর রশিদ, নলছিটি উপজেলা সভাপতি মো.মনজুরুল হক।

এ সময় বক্তারা সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে ৫:২ অনুপাতের প্রথা বাতিল সহ ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
এমএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।