ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
দিনাজপুরে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

দিনাজপুর: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৭ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর সংগীত ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এ সভার আয়োজন করে।

সংগীত ডিগ্রি কলেজের অধ্যক্ষ হীতেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-  অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন- দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক মো. শহিদুল মান্নাফ কবীর, পরিদর্শক মো. গেলাম রব্বানী, উপাধ্যক্ষ ড. মারুফা বেগম, প্রভাষক বদিউজ্জামান বাদল, মোছা. সাকেরাতুল জান্নাত, শিক্ষার্থীদের মধ্যে মোসানী ও বৃষ্টি খাতুন প্রমুখ।

অনুষ্ঠানের পর মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান জেলা মাদক বিরোধী জোটের সভাপতি মো. শাহদৎ হোসেন শাহ।

আলোচনা সভায় বক্তারা মাদকবিরোধী বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক বক্তব্য রাছেন। সেই সঙ্গে সকলকে মাদকের বিরুদ্ধে জোরদার
আন্দোলনের মাধ্যমে মাদক নির্মূল করার আহবান জানান।


বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।