ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাবেক রাষ্ট্রদূত নজরুল ইসলাম আর নেই 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
সাবেক রাষ্ট্রদূত নজরুল ইসলাম আর নেই 

ঢাক‍া: সাবেক অতিরিক্ত পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত কাজী নজরুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। 

বৃহস্পতিবার (২০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার উইংয়ের এক কর্মকর্তা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, বুধবার রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে সাবেক কূটনৈতিক কাজী নজরুল ইসলাম ইন্তেকাল করেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।  

নজরুল ইসলাম কাতারে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত ছাড়াও সর্বশেষ অতিরিক্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
কেজেড/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।