ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদক বিক্রেতাদের তালিকা পুলিশকে দেয়ার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
মাদক বিক্রেতাদের তালিকা পুলিশকে দেয়ার আহ্বান কোতোয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে

ময়মনসিংহ: ময়মনসিংহে মাদক সেবনকারী ও বিক্রেতাদের তালিকা পুলিশকে দেওয়ার আহ্বান জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে অবস্থান করছে। কোএনা মাদক ব্যবসায়ীর পার পাওয়ার সুযোগ নেই।

তাদের গ্রেফতারে নিয়মিত অভিযান চলছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে নগরীর কোতোয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে’তে এসব কথা বলেন ওসি।

‘জঙ্গি মাদক প্রতিকার, পুলিশের অঙ্গীকার’ এ স্লোগান নিয়ে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জয়িতা শিল্পী।

এ সময় বক্তব্য রাখেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক প্রদীপ ভৌমিক, কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মনসুর আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল মিন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭ 
এমএএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।