ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘বুক ভরে নিঃশ্বাস নিতে গাছ লাগাতে হবে’ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
‘বুক ভরে নিঃশ্বাস নিতে গাছ লাগাতে হবে’  বৃক্ষমেলার অনুষ্ঠানে সংসদ সদস্য সালাহউদ্দিন মুক্তি

ময়মনসিংহ: বুকভরে নিঃশ্বাস নিতে বেশি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন মুক্তি।

তিনি বলেন, বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য রক্ষায় যে পরিমাণ গাছপালা দরকার সে পরিমাণ না থাকায় বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ ক্রমশ বাড়ছে। এ কারণে ক্রমবর্ধমান মানুষের অক্সিজেনের চাহিদা মেটাতে গাছ লাগানোর বিকল্প নেই।

 

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।  

উপজেলা কৃষি কর্মকর্তা নার্গিস আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকারিয়া হারুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ মো. আব্দুল মজিদ প্রমুখ।  

পরে স্থানীয় সংসদ সদস্য সালাহউদ্দিন মুক্তি স্থানীয়দের হাতে বিভিন্ন ফলজ বৃক্ষের চারা বিতরণ করেন। এছাড়া কীটনাশক ছাড়া কুমড়ো জাতীয় ফসলের পোকা মাকড় দমনে সেক্সপরিমেন্ট ট্রাপ তুলে দেন স্থানীয় আলাল উদ্দিন, আসমা আক্তারসহ চার কৃষকের হাতে।  

বাংলাদেশ সময়:১৬২৫ ঘন্টা, জুলাই ২০, ২০১৭ 
এমএএএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।