ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২৫ শতাংশ বনায়ন করতে পারাটা অসম্ভব অর্জন হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
২৫ শতাংশ বনায়ন করতে পারাটা অসম্ভব অর্জন হবে দেশে ২৫ শতাংশ বনায়ন করতে পারাটা অসম্ভব অর্জন হবে

গাজীপুর: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, এক সময় দেশের বনাঞ্চল কমতে কমতে ৫-৬ শতাংশে চলে গিয়েছিল।

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আস্তে আস্তে তা শতকরা ১৮ শতাংশে উন্নীত হয়েছে। তবে আমাদের দেশের পরিবেশের জন্য ২৫ শতাংশ বনাঞ্চল থাকা দরকার।

 

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় র্যাব-১ এর ট্রেনিং স্কুল চত্বরে বিভিন্ন প্রজাতির ফুল-ফল-ওষুধি ও দুষ্প্রাপ্য বাগান উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।  

তিনি আরো বলেন, যদি আমরা সবাই মিলে এভাবে বৃক্ষরোপণ করি, তা হলে খুব শিগগিরই দেশে যে ২৫ শতাংশ বনাঞ্চল থাকা দরকার সেটা অর্জন করতে পারবো। এটা করতে পারলে মনে করি একটা অসম্ভব অর্জন সম্ভব হবে। কারণ বাংলাদেশের জনংখ্যা বাড়ছে, শিল্পায়ন বাড়ছে, নগরায়ন বাড়ছে, কৃষি জমি কমছে। তারপরও যদি আমরা বনায়ন বাড়াতে পারি তা হলে বিশ্বের অনেক দেশের মতই একটা উদাহরণ সৃষ্টি হবে বলে মনে করি।

তিনি জানান, এ বাগানে বিভিন্ন প্রজাতির ১০ হাজার বৃক্ষরোপণ করা হবে।  

এসময় র্যাব-এর অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল আনোয়ার লতিফ খান, অতিরিক্ত মহাপরিচালক (প্রাশাসন) মো. জামিল আহমেদ, র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মো. মুফতি মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
আরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ