ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গার্মেন্টস শ্রমিকদের পদযাত্রায় উত্তরা-বনানী সড়কে যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
গার্মেন্টস শ্রমিকদের পদযাত্রায় উত্তরা-বনানী সড়কে যানজট গার্মেন্টস শ্রমিকদের পদযাত্রা/ছবি: বাদল

ঢাকা: গার্মেন্টস বন্ধের প্রতিবাদে উত্তরা থেকে কারওয়ান বাজারের বিজিএমইএ ভবনের দিকে হেঁটে রওয়ানা দিয়েছেন প্রায় ৩শ শ্রমিক। এতে উত্তরা থেকে বনানী পর্যন্ত সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পদযাত্রাটি এখন বনানীতে অবস্থান করায় ওই এলাকার জনজীবন স্থবির হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে শ্রমিকেরা উত্তরা থেকে রওয়ানা দেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি জানান, টঙ্গীতে একটি গার্মেন্টসের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় চলতি মাসের ৮ তারিখে ভবনটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়। মালিকপক্ষ গার্মেন্টসটি অন্যত্র সরিয়ে নিতে চাইলেও শ্রমিকরা তা মেনে নিচ্ছেন না।

গার্মেন্টস কর্মী জুলেখা বাংলানিউজকে বলেন, তিন মাসের বেতন বকেয়া রেখে হঠাৎ গার্মেন্টসটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

বনানী সড়কে তীব্র যানজট/ছবি: বাদলগার্মেন্টস বন্ধের প্রতিবাদে তারা সকাল থেকে উত্তরায় জমায়েত হয়ে বিজিএমইএ ভবনের দিকে পদযাত্রা শুরু করেন।

প্রায় তিনশো শ্রমিক মিছিলসহ রাস্তা বন্ধ করে হেঁটে যাচ্ছেন। ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শ্রমিকদের মিছিলটি বর্তমানে বনানী এলাকায় রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।