ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে পাওনা টাকা চাওয়ায় নারীকে এসিড নিক্ষেপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
রাজশাহীতে পাওনা টাকা চাওয়ায় নারীকে এসিড নিক্ষেপ

রাজশাহী: রাজশাহী মহানগরীর মতিয়াবিল এলাকায় পাওনা টাকা চাওয়ায় এক নারীকে এসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার (১৯ জুলাই) রাতে এ এসিড হামলার ঘটনা ঘটে। এসিডদগ্ধ নারীর নাম হিরা (৪০)।

বর্তমানে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানউল্লাহ বলেন, স্থানীয়রা জানিয়েছেন, এসিডদগ্ধ হিরা সুদের ব্যবসায়ী। তিনি এলাকার বিভিন্ন মানুষকে সুদের বিনিময়ে টাকা ধার দিতেন। এলাকার এক প্রতিবেশীকে ধার দেওয়া টাকা চাইলে সেই প্রতিবেশী টাকা দিতে ব্যর্থ হন, একপর্যায়ে তার ওপর এসিড হামলা চালায়।

ওসি আমানউল্লাহ জানান, এসিড নিক্ষেপের ঘটনাটি বর্তমানে তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এখন পর্যন্ত এসিড নিক্ষেপের ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।