ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নন্দীগ্রামে সাদ্দাম হত্যায় ব্যবহৃত পিস্তল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
নন্দীগ্রামে সাদ্দাম হত্যায় ব্যবহৃত পিস্তল উদ্ধার

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আলোচিত সাদ্দাম হোসেন হত্যা মামলার আসামি রফিকুল ইসলামকে (৪২) গ্রেফতারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী একটি ডোবা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
 
 

বুধবার (১৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার কবিরপাড়ার দক্ষিণে অবস্থিত একটি ডোবা থেকে পুলিশ অস্ত্র ও গুলি উদ্ধার করে।
 
এর আগে পুলিশ উপজেলার ভাটরা ইউনিয়নের চৌদীঘি গ্রাম থেকে রফিকুল ইসলামকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রফিকুল একইগ্রামের হাজি সদের আলীর ছেলে।
 
দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুব হোসেন কাজল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
 
সম্প্রতি নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের শেখের মাড়িয়া গ্রামের শাহাদৎ হোসেন মুন্টুর ছেলে সাদ্দাম হোসেনকে তার আপন খালাতো ভাই রিপন আহম্মেদ গুলি করে হত্যা করে। ঘটনার পর থেকে রিপন পলাতক।
 
বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ