ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাছ শিকারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
মাছ শিকারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

কুমিল্লা: কুমিল্লার হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে মাছ শিকারে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। 

নিহতরা হলেন- স্বামী মো. মজিবুর রহমান (৪৮) ও স্ত্রী রাজিয়া বেগম (৩৮)।  বুধবার (১৯ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক মজিবুর রহমান মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ খুঁটিতে লেগে বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হন তার স্ত্রী রাজিয়া বেগমও। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরে গ্রামবাসীর সহায়তায় মরদেহ দু’টি উদ্ধার করেছে পুলিশ। নিহতদের ৩ বছরের একটি ছেলে ও ৭ বছরের এক কন্যা সন্তান রয়েছে।

এ ঘটনায় কুমিল্লা পল্লী বিদ্যুতের ডিজিএম মো. আক্তার হোসেন জানান, বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রী মৃত্যুর ঘটনা শুনেছেন। খবর পেয়ে বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় তদন্ত টিম গঠন করা হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে কারো কোনো অভিযোগ নেই বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২৩৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ