ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোরে কাপড়ের রং ও ঘনচিনি মিশিয়ে চিপস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
যশোরে কাপড়ের রং ও ঘনচিনি মিশিয়ে চিপস

যশোর: স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক কাপড়ের রং ও ঘনচিনি মিশিয়ে চিপস তৈরির দায়ে যশোরে একতা ফুডস নামে একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১৯ জুলাই) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান শহরতলীর রাজারহাট-মুড়লি এলাকায় এ অভিযান পরিচালনা করেন।  

ভ্রাম্যমাণ আদালতের পেশকার জালাল উদ্দিন রাতে বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট-মুড়লি এলাকায় একতা ফুডসের কারখানায় অভিযানে গিয়ে দেখা যায়, বিএসটিআই, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস এবং কলকারখানা পরিদর্শন প্রতিষ্ঠানের ছাড়পত্র ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে ও অস্বাস্থ্যকর পরিবেশে কাপড়ের ক্ষতিকারক রং ও ঘনচিনি দিয়ে শিশুদের খাবার চিপস উৎপাদন করা হচ্ছে।

 

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিক সুজিত পালকে ৪০ হাজার টাকা জরিমানা এবং দুই মণ চিপস ধ্বংস করা হয়।  

অভিযানে যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।