ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বৃহস্পতিবার হবিগঞ্জে ২৫০ শয্যার হাসপাতাল উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
বৃহস্পতিবার হবিগঞ্জে ২৫০ শয্যার হাসপাতাল উদ্বোধন বৃহস্পতিবার হবিগঞ্জে ২৫০ শয্যার হাসপাতাল উদ্বোধন

হবিগঞ্জ: হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ২৫০ শয্যা বিশিষ্ট নবনির্মিত ছয় তলা ভবনের উদ্বোধন করা হবে।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল ৩টায় ফিতা কেটে ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. সুচিন্ত চৌধুরী বাংলানিউজকে জানান, ২৫ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট ভবনটি নির্মাণ করা হয়েছে।

এতে করে স্বাস্থ্য ক্ষেত্রে হবিগঞ্জ জেলাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় ভবনটির উদ্বোধন উপলক্ষে হবিগঞ্জ নিমতলা কালেক্টরেট প্রাঙ্গনে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন মন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডেভোকেট মো. আবু জাহির এমপি। এছাড়াও উপস্থিত থাকবেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সবিচসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।