ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাজশাহীর তিন উপজেলায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
রাজশাহীর তিন উপজেলায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

রাজশাহী: রাজশাহীর তিন উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের মৃত্যুর খবর পাওয়া যায়।

নিহত ৩ শিশু হলো- পবা উপজেলার ঘোষপুকুর বিল নেপালপাড়া গ্রামের বাবুল আক্তারের মেয়ে ও সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সুমি খাতুন (১০), চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের মাজেদুল হকের ছেলে  ও পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র মাহিম (৮) এবং পুঠিয়া উপজেলার চক ধাদাস গ্রামে আক্কাস আলীর মেয়ে মারুফা (৩)।

স্থানীয়রা জানায়, সকালে পবা উপজেলার ঘোষপুকুর বিল নেপালপাড়া গ্রামের একটি খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় সুমি।

অনেক খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করতে পারে নি। পরে খালের একটি ব্রিজের কাছে সুমির মরদেহ ভেসে উঠে।

রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মাহিমের বাবা মাজেদুল হক জানান, দুপুরে শখ করে পদ্মায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যায় মাহিম। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ে ছিল। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।

নিহত শিশু মারুফার বাবা আক্কাস আলী জানান, মেয়েকে পুকুর পাড়ে রেখে গোসল করতে নামেন তিনি। হঠাৎ মারুফা পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।