ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মামলা প্রত্যাহার চেয়ে মৌলভীবাজারে সাংবাদিকদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
মামলা প্রত্যাহার চেয়ে মৌলভীবাজারে সাংবাদিকদের মানববন্ধন মানববন্ধনে সাংবাদিকরা। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার​: মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। 

বুধবার (১৯ জুলাই) জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। সাইফুল ইসলাম সজিব নামে এক ব্যক্তি এ মামলাটি দায়েরে করেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি রাধাপদ দেব সজল, কাউন্সিলর আয়াছ আহমদ, আনহার আহমদ সমসাদ, পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নুরুল মোহাইমিন মিল্টন, সাংবাদিক আব্দুল হামিদ মাহবুব, সালেহ্ এলাহি কুটি, রজত কান্তি গোস্বামী মুখ।  

সমাবেশে সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পান্না দত্ত।  

সমাবেশে বক্তারা মামলা দ্রুত প্রত্যাহারের দাবির পাশাপাশি মামলা দায়েরকারী সজিবকে গ্রেফতারের দাবিও জানান।  

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
জিওয়াই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।