ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুমকীতে সড়ক দুর্ঘটনায় দুই সহোদর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
দুমকীতে সড়ক দুর্ঘটনায় দুই সহোদর নিহত

পটুয়াখালী: পটুয়াখালীর দুমকী উপজেলার রাজাখালীতে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী রিয়াজ। নিহত দুই ভাই হলেন- আমীনুল ইসলাম (৩৫) ও আবু বকর সিদ্দিকী ওরফে কামাল হোসেন (৩০)।

তাদের জেলার বাউফল উপজেলার দাসপাড়া গ্রামে।

বুধবার (১৯ জুলাই) বিকেলে দুমকী-বাউফল সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর দাস বাংলানিউজকে জানান, নিহত দুই ভাই চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চট্টগ্রাম থেকে বাড়ি পটুয়াখালীতে গ্রামের বাড়িতে আসছিলেন তারা।  
বুধবার দুপুর দেড়টায় পটুয়াখালীর লেবুখালী ফেরীঘাট থেকে ভাড়ায় চালিত মোটর সাইকেলে ওঠেন তারা। পথিমধ্য দুমকী উপজেলার রাজাখালী মাস্টার বাড়ি সংলগ্ন এলাকা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।  

‘এতে মাথায় প্রচণ্ড আঘাত লেগে রক্তক্ষরণে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। আহত মোটরসাইকেল চালক রিয়াজকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ’

বাংলাদেশ সময় : ১৯১৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
এমএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।