ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্রীমঙ্গলে ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকার জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
শ্রীমঙ্গলে ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকার জরিমানা

মৌলভীবাজার: মৌলভীবাজারে এক ভুয়া চিকিৎসককে জরিমানা করা হয়েছে । বুধবার (১৯ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঐ ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম করাদণ্ড প্রদান করা হয়। তবে ঘটনাস্থলেই জরিমানার নগদ এক লাখ পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয়।

নিজেকে পিজি হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক পরিচয় দিয়ে দীর্ঘদিন থেকে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন শ্রীমঙ্গল থানার মেডিহেল্থ ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত এম এম এ বারী।

ৠাবের তদন্তে তার পিজি হাসপাতালের চিকিৎসক পরিচয়টি মিথ্যা প্রমাণ হলে বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ‘বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল আইন ২০১১’ মূলে এ শাস্তি প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান। ৠাব-৯ এর শ্রীমঙ্গলের এডি জেএম ইমরান বাংলানিউজকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ১৯ জুলাই, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।