ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভিয়েতনাম গেলেন স্পিকার শিরীন শারমিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
ভিয়েতনাম গেলেন স্পিকার শিরীন শারমিন

ঢাকা: ভিয়েতনামের ন্যাশনাল অ্যাসেম্বলির আমন্ত্রণে দেশটিতে গেলেন স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।

বুধবার (১৯ জুলাই) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটযোগে হ্যানয়ের উদ্দেশে যাত্রা করেন তিনি।

সফরকালে শিরীন শারমিন ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রেন দাই কোয়াং, প্রধানমন্ত্রী গুয়েন জুয়ান ফুক, ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট গুয়েন থি কিম গ্যান এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সেক্রেটারি জেনারেল এনগুয়েন ফু থ্রংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনায় মিলিত হবেন।

স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সদস্য ইমরান আহমদ, পংকজ দেবনাথ, এ এম নাইমুর রহমান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার।

সফর শেষে স্পিকার আগামী মঙ্গলবার (২৫ জুলাই) দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
এসএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।