ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে কিশোরী অপহরণ মামলায় যুবকের সাজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
বাগেরহাটে কিশোরী অপহরণ মামলায় যুবকের সাজা

বাগেরহাট: বাগেরহাটে কিশোরী অপহরণ মামলায় সৈয়দ ফয়সাল দিপু (২১) নামে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের জেল দেয়া হয়।

বুধবার (১৯ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদলত-১ এর বিচারক মো. আল মামুন এ রায় দেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) -২০০৩ এর ৭ ধারা অনুযায়ী আসামিকে এ সাজা দেয়া হয়।

এসময় ফয়সাল আদালতে উপস্থিত ছিলেন। ফয়সাল জেলার চিতলমারি উপজেলার কুনিয়া গ্রামের সৈয়দ দেলোয়ার হোসেন বাদশার ছেলে।

মামলার এজাহারে জানা যায়, ২০১৪ সালের অক্টোবর মাসের ১৪ তারিখ মামলার বাদী মো. এসকে নিজামুল হকের ১৩ বছরের মেয়েকে অপহরণের উদ্দেশে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায় ফয়সাল। কিছুদূর যাওয়ার পর মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। এসময় আসামি পালিয়ে যায়। পরে বাদী চিতলমারী থানায় একটি অপহরণ মামলা করেন। যার নং-১৩/১৪-১০-২০১৪। এরপর দীর্ঘ বিচার বিশ্লেষণ ও সাক্ষীদের জবানবন্দির পর আদালত এ রায় দেন।

মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন উৎসব কুমার দাস এবং আসামিপক্ষে ছিলেন সলিমুল্লাহ সেলিম।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ১৯ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।