ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহে বর্ণাঢ্য র‌্যালি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহে বর্ণাঢ্য র‌্যালি ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহে বর্ণাঢ্য র‌্যালি

ময়মনসিংহ: ‘মাছ চাষে গড়বো দেশ, বদলে দেবো বাংলাদেশ’ এ শ্লোগান নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে ময়মনসিংহ মৎস্য অধিদফরের আয়োজনে ময়মনসিংহ ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বের হওয়া এ র‌্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।

র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে ফের ময়মনসিংহ ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে এ বিদ্যালয়ের পুকুরে পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক।

পরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খলিলুর রহমান।

এতে বক্তব্য রাখেন- ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট ইউসুফ খান পাঠান, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঞা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এস.এ.নেয়াজী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।