ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি-আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
দিনাজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি-আলোচনা সভা দিনাজপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ উপলক্ষে র‌্যালি-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম।

জেলা মৎস্য কর্মকর্তা শাহ ইমাম জাফর ছাদেকের সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোতালেব হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ।

এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, মৎস্য চাষি হাজি পলাশ, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম প্রমুখ।

শেষে জেলার সেরা মৎস্য চাষিদের পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।