ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিছনাকান্দিতে সাঁতার কাটতে গিয়ে পর্যটকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
বিছনাকান্দিতে সাঁতার কাটতে গিয়ে পর্যটকের মৃত্যু ফাইল ফটো

সিলেট: সিলেটের বিছনাকান্দি পর্যটন কেন্দ্রে সাঁতার কাটতে গিয়ে সূর্য খান (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৯ জুলাই) বেলা পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুর্য খান লাভা মোবাইল কোম্পানির ব্র্যান্ড প্রমোটর।

তিনি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শাপারপাড় গ্রামের আজহার আলীর ছেলে।  

প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানান, ঢাকা থেকে লাভা মোবাইল কোম্পানির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী বিছানাকান্দি পর্যটন কেন্দ্রে বেড়াতে আসেন। ঘটনার সময় সাঁতার কাটতে নেমে পানিতে তলিয়ে যান সূর্য।  

অনেক খোঁজাখুঁজির পর বেলা ৩টার দিকে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করেন।  

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠ‍ানো হয়েছে। তবে মরদেহ বিনা ময়নাতদন্তে নিয়ে যাবেন নিহতের সঙ্গীরা।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।