ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শীতলক্ষ্যায় ডুবে দুই কলেজছাত্রের মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
শীতলক্ষ্যায় ডুবে দুই কলেজছাত্রের মৃত্যু 

ঢাকা: রাজধানীর ডেমরায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুলাই) দুপুর দেড়টার দিকে শীতলক্ষ্যা নদীর সুলতানা কামাল সেতুর নিচ থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- রাজধানীর তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের ছাত্র মিজান (১৯) ও তানজিম (২০)। এই দুইবন্ধু ডেমরা এলাকায় থাকতেন।

 

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার উপ-পরির্দশক (এসআই) আলমগীর খান বাংলানিউজকে জানান, দুপুরে মিজান ও তানজিম নদীতে গোসল করতে নামেন। হঠাৎ তলিয়ে গেলে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে।  

পরে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
এজেডএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।