ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চরফ্যাশনে ৩ ডায়াগনস্টিক ও ২ চিকিৎসককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
চরফ্যাশনে ৩ ডায়াগনস্টিক ও ২ চিকিৎসককে জরিমানা

ভোলা: ভোলার চরফ্যাশনে তিনটি ডায়াগনস্টিক সেন্টার ও দুই চিকিৎসককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ জুলাই) ভ্রাম্যমাণ আদালতের নির্ব‍াহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার এ জরিমানা আদায় করেন।

জরিমানা আদায়কৃত ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো- নিউরন ডায়াগনস্টিকের ২৫ হাজার, নিরাময় ডায়াগনস্টিকের ৫০ হাজার এবং শুভ ডায়াগনস্টিকের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাকৃত দুই চিকিৎসক হলেন- লুৎফর রহমান ও মিজানুর রহমান। এদের মধ্যে লুৎফরকে ৩০ হাজার টাকা এবং মিজানুরের এক লাখ টাকা জরিমানা ‍আদায় করা হয়।

ৠাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (ৠাব-৮) ডিএডি মামুনুর রশিদ বাংলানিউজকে জানান, ৠাবের একটি দল নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপজেলা সদরের তিনটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায়। এসময় মালিকেরা বৈধ লাইসেন্স দেখাতে না পারায় ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়ায় তিন ডায়াগনস্টিকে ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে, ডাক্তারি সনদ না থাকায় লুৎফরকে ৩০ হাজার টাকা এবং মিজানুরের এক লাখ টাকা জরিমানা ‍আদায় করা হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ