ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় অচেতন করে মালামাল-অর্থ লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
মাগুরায় অচেতন করে মালামাল-অর্থ লুট

মাগুরা: মাগুরায় খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে এক কৃষক পরিবারের সদস্যদের অচেতন করে মূল্যবান মালামাল ও নগদ অর্থ লুট করে পালিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৮ জুলাই) রাতে মাগুরা সদর উপজেলার ছোটফারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় বুধবার (১৯ জুলাই)  সকালে পরিবারের তিনজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেশী জলিল মোল্লা বাংলানিউজকে জানান, তিনদিন আগে গৃহকর্তা আব্দুস সালাম নিজ জমিতে ধান লাগানোর জন্য মাগুরা হাট থেকে কৃষি শ্রমিক কিনে আনেন। দুই দিন কাজ করার পর ওই শ্রমিকেরা মঙ্গলবার দিবাগত রাতে কৌশলে রাতের খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখে। রাতে ওই খাবার খেয়ে পরিবারের সবাই অচেতন হয়ে গেলে কৃষি শ্রমিক বেশি দুর্বৃত্তরা সোনা, মূল্যবান মালামাল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

পরে সকাল ১১টায় টের পেয়ে অচেতন অবস্থায় তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ১৯ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।