ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে থেমে থেমে যানজট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে থেমে থেমে যানজট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের এক লেনে থেমে থেমে যানজট অপর লেনে ধীরগতিতে চলছে গাড়িগুলো।

বুধবার (১৯ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে এ তথ্য জানান বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম।

তিনি বাংলানিউজকে জানান, বিকেল ৩টার পর যানজট কিছুটা কমে আসে।

তবে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী লেনে থেমে থেমে যানজট দেখা দিচ্ছে।

অপরদিকে ঢাকাগামী লেনে যানজট না থাকলেও ধীরগতিতে চলছে যানবাহনগুলো। বঙ্গবন্ধু সেতু থানা, হাইওয়ে ও ট্রাফিক পুলিশ যানজট নিরসনে এখনো কাজ করছে।

এর আগে সকাল থেকেই থেমে থেমে যানজট দেখা দেয়। দুপুর ১২টা থেকে যানজটের তীব্রতা বেড়ে গিয়ে মহাসড়কের অন্তত ১৯ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল গণি বাংলানিউজকে জানান, মহাসড়কের নলকা সেতুর পশ্চিমপাশে একটি ট্রাক বিকল হয়ে পড়ায় এ যানজটের সৃষ্টি হয়।

** বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে তীব্র যানজট

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।