ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বেড়ায় পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
বেড়ায় পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

পাবনা: পাবনার বেড়া উপজেলায় নদীর পানিতে ডুবে রণজিৎ সাহা (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার মাশুমদিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রনজিৎ ভবানীপুর গ্রামের রবি সাহার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ জুলাই) দিবাগত রাতে একদল জুয়াড়ি মাশুমদিয়া হাই স্কুলের পেছনে আমবাগানে জুয়া খেলছিল। এসময় ওই এলাকায় পুলিশের উপস্থিতি খবরে জুয়াড়িরা দৌঁড়ে আত্রাই নদীতে ঝাঁপিয়ে পড়েন। অন্যরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও রণজিৎ পানিতে ডুবে যান। খবর পেয়ে বাড়ির লোকজন রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। বুধবার সকালে নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্বজনরা উদ্ধার করে বাড়ি নিয়ে যান।
 
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড এম তাজুল হুদা বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাতে পুলিশ অন্য একটি কাজে মাসুমদিয়া গ্রাম দিয়ে যাচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা দৌঁড়ে পালায়। পুলিশ কাউকে ধাওয়া করেনি। বুধবার সকালে জানতে পারেন রনজিৎ নামে এক জুয়াড়ি পানিতে ডুবে মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।