ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন/ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ উদ্বোধন হয়েছে। বুধবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ হিরণ।

এর আগে মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে নগরীর সার্কিট হাউস থেকে একটি র‌্যালি বের করা হয়। যেটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়।



পরে অশ্বিনী কুমার হলে অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনাসভা হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি শেখ মো. মারুফ হাসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আমিন, নৌ পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল মোতালেব, বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক বজলুর রশীদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইকরামুল কবির প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান এবং আলোচনা সভায় উপস্থিত অতিথিরা মৎস্য সপ্তাহ পালনে সকলের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময় : ১৩২৫ ঘন্টা, জুলাই ১৯, ২০১৭
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।