ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ৩৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
যশোরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ৩৯

যশোর: যশোরের কেশবপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ ৩৯জন আহত হয়েছেন।

বুধবার (১৯ জুলাই) দুপুরে যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর পৌর এলাকার মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 আহতদের মধ্যে ৫ জনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এবং বাকিদের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


 
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, দুপুরে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি (যশোর ব ১৩৮৮) কেশবপুর পৌর এলাকার মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসে থাকা যাত্রীরা আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad