ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢামেকে মুক্তামনির খোঁজ নিলেন স্বাস্থ্য সচিব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
ঢামেকে মুক্তামনির খোঁজ নিলেন স্বাস্থ্য সচিব মুক্তামনি

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ‘বিরল রোগে’ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন মুক্তামনির খোঁজ-খবর নিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব সিরাজুল ইসলাম।

বুধবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ঢামেকে আসেন ও এবং হাসপাতালের বার্ন ইউনিটের ছয়তলার কেবিনে মুক্তামনির চিকিৎসার খোঁজ-খবর নেন।

এসময় স্বাস্থ্য সচিব মুক্তামনিকে জিজ্ঞেসা করেন ‘তুমি কেমন আছো? উত্তরে মুক্তামনি বলে আমি ভালো আছি।

বের হয়ে যাওয়ার সময় স্বাস্থ্য সচিব সবার কাছে দোয়া চান মুক্তামনির জন্য। সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন ঢামেকের চিকিৎসকরা।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

তিনি জানান, দুপুরে মুক্তামনির হঠাৎ জ্বরে অসুস্থ্য হয়ে পড়ে। পরে তার হাত দিয়ে রক্ত বেরোচ্ছে। খবর পেয়ে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
এজেডএস/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ