ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় ছিনতাইকারীর চোখ উপড়ে নিলো জনতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
খুলনায় ছিনতাইকারীর চোখ উপড়ে নিলো জনতা ছিনতাইকারী শাহ/ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনায় শাহজালাল ওরফে শাহ (৩০)  নামে এক ছিনতাইকারীর দুই চোখ উপড়ে দিয়েছে জনতা। শাহকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৮ জুলাই) দিনগত রাত ১২টার দিকে মহানগরীর খালিশপুরের গোয়ালখালী বাসস্ট্যান্ডে ছিনতাইকালে এ ঘটনা ঘটে। শাহ খালিশপুর নয়বাটি রেল বস্তি এলাকার জাকির হোসেনের ছেলে।



খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম খান বুধবার (১৯ জুলাই) দুপুরে বাংলানিউজকে বলেন, খালিশপুরের পুরাতন যশোর রোডের বাসিন্দা শুকুর আহমেদের মেয়ে ও স্ত্রী শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে যাচ্ছিলেন। এসময় একটি মোটরসাইকেল যোগে দু’জন এসে শুকুর আহমেদের মেয়ে সোমা আক্তারের ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নেয়।

সোমা চিৎকার করলে স্থানীয় জনতা ছিনতাইকারী শাহকে ধরে ফেলে। তবে সঙ্গে থাকা শুভ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। শাহকে ধরার পর স্থানীয় জনতা তাকে গণপিটুনি দিয়ে দুই চোখ উপড়ে ফেলে।

খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ গিয়ে শাহকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করে। এ ঘটনায় সোমা আক্তার বাদী হয়ে দ্রুত বিচার আইনে খালিশপুর থানায় মামলা দায়ের করেন।

তিনি জানান, শাহর বিরুদ্ধে পিরোজপুর, খুলনা সদর ও ডুমুরিয়া থানায় হত্যা, ডাকাতি, মাদকসহ অর্ধ ডজন মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ