ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডাক বিভাগের ইডি কর্মচারীদের ভাতা ৫ হাজার টাকা করার দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
ডাক বিভাগের ইডি কর্মচারীদের ভাতা ৫ হাজার টাকা করার দাবি ডাকবিভাগের ইডি কর্মচারীদের মানববন্ধন ; ছবি - শোয়েব মিথুন

ঢাকা: বাংলাদেশ ডাক বিভাগের অবিভাগীয় (ইডি) কর্মচারীদের সম্মানী ভাতা মাসিক সর্বনিম্ন ৫ হাজার টাকা করার দাবি জানিয়েছে বাংলাদেশ পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়ন।
 

বুধবার (১৯ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানবন্ধনটির আয়োজন করে বাংলাদেশ পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়ন।



মানববন্ধনে সংঠনটির নেতারা বলেন, গ্রামীণ একজন পোস্ট মাস্টারের সম্মানীভাতা এখনও ২৫৬০ টাকা মাত্র। এটা কর্মচারীর জন্য যেমন অসম্মানজক, তেমনি দেশের জন্যও লজ্জাজজক। পাশাপশি তারা দাবি জানিয়ে বলেন, দুই মাসের সম্মানী ভাতার সমপরিমাণ অর্থ  দুইটি উৎসব ভাতা হিসেবে মঞ্জুর করতে হবে।

দাবি আদায়ের লক্ষ্যে  ইউনিয়নের পক্ষ বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হয়। এগুলোর মধ্যে রয়েছে আগামী ২৩ সেপ্টেম্বর প্রত্যক জেলায় সমাবেশ, ২২ অক্টোবর প্রতিকী কর্মবিরতি। এরপরও যদি দাবি আদায় না হলে ১০ ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতি পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।

সমিতির সভাপতি শাহ নেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এম এ হাকিম সহ সমিতির কেন্দ্রীয় নেতারা।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা,  জুলাই ১৯,২০১৭
এমএ/আরআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।