ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হোলি আর্টিজান হামলার গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে সোহেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
হোলি আর্টিজান হামলার গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে সোহেল

ঢাকা: পুলিশের জিজ্ঞাসাবাদে জঙ্গি সোহেল মাহফুজ গুলশানের হোলি আর্টিজান হামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে বলে জনিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বুধবার (১৯ জুলাই) ডিএমপি সদর দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডাচ্ বাংলা ব্যাংক কর্তৃক ডিবি পুলিশকে দু’টি মাইক্রোবাস প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডিএমপি কমিশনার বলেন, হোলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে ওই হামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

জঙ্গি মাহফুজের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে শিগগিরই এ মামলার চার্জশিট দেওয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, জেএমবির ভারতীয় শাখার প্রধান সোহেল মাহফুজ পশ্চিমবঙ্গের বর্ধমান হামলার অন্যতম আসামি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ'র তিন সদস্যের প্রতিনিধিদল ঢাকা এসেছেন।

এ বিষয়ে ডিএমপি কমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, জঙ্গিনেতা সোহেল মাহফুজকে ভারতীয় কোনো সংস্থা জিজ্ঞাসাবাদ করেননি।

৭ জুলাই দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুষ্কুনি এলাকা থেকে সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজসহ ৪ জনকে আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিট ও জেলা পুলিশ।

প্রথম দফায় সাত দিনের রিমান্ড শেষে ১৭ জুলাই দ্বিতীয় দফায় সোহেল মাহফুজের আরো ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
পিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।