ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঠাকুরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহে ৠালি-পোনামাছ অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
ঠাকুরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহে ৠালি-পোনামাছ অবমুক্ত টাংগন নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়

ঠাকুরগাঁও: মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে ঠাকুরগাঁও কালেক্টর চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
 
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাংগন নদীতে এসে শেষ হয়।

পরে নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের এমপি, রমেশ চন্দ্র সেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহুরুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা মৎস্য কর্মকর্তা ডা. নিয়াজ উদ্দীন, সিনিয়ার মৎস্য কর্মকর্তা শাহারুর হোসেনসহ ঠাকুরগাঁওয়ের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও জেলার ১৩.৯০ লাখ মানুষের জন্য আমিষের চাহিদা ২২,৩৯০ মেট্রিক টন। জেলার বিভিন্ন পুকুর জলাশয় থেকে ২১,৬৫৫ মেট্রিক টন মাছ পাওয়া যায়। বাকী ৭৪২ মেট্রিক টন মাছের ঘাটতি থেকে যায়।

১৮-২৪ জুলাই পর্যন্ত জেলায় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ১৯ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad