ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ-প্রদর্শনী শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ-প্রদর্শনী শুরু খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ-প্রদর্শনী শুরু

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা ও ফল প্রদর্শনী শুরু হয়েছে।

দিনটি উপলক্ষে বুধবার (১৯ জুলাই) সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে সেখানে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এ সময় উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মো. আলী আহম্মদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক এটি এম কাউসার হোসেন বিভাগীয় বন কর্মকর্তা হারুন অর রশিদ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক তরুণ ভট্টাচার্য্য প্রমুখ।

পরে টাউন হল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৯ জুলাই থেকে শুরু হওয়া মেলা চলবে আগামী ২৫ জুলাই পর্যন্ত। মেলায় জেলা-উপজেলার কৃষি বিভাগ, নার্সারির মালিকরা মেলায় অংশ নেন। খাগড়াছড়ি বিভাগীয় বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতর যৌথভাবে এই মেলার আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।