ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীর পবায় পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
রাজশাহীর পবায় পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

রাজশাহী: রাজশাহীর পবায় পানিতে ডুবে সুমি আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুলাই) সকালে উপজেলার ঘোষপুকুর বিল নেপালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সুমি ওই গ্রামের বাবুল আক্তারের মেয়ে ও সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

সুমির নানা রফিজ উদ্দিন বাংলানিউজকে জানান, একই গ্রামে বাড়ি হওয়ার কারণে সুমি তাদের বাড়িতেই থাকতো।

প্রতিদিনের মতো সকালে সুমি বিদ্যালয়ের যাওয়ার প্রস্তুতি হিসেবে বাড়ির পাশের খালে গোসল করতে নামে।

বাড়ি আসতে দেরি করায় সন্দেহ হলে স্থানীয়দের সহযোগিতায় ওই খালে অনেক খোঁজাখুঁজি করা হলে সুমিকে পাওয়া যায়নি। পরে পাশের একটি ব্রিজের কাছে সুমির মরদেহ ভেসে উঠে।

এ সময় তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসা হয় বলে জানান নানা রফিজ উদ্দিন।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।